By AkibChowdhury on January 27, 2025 | Category: Technology & Coding
আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি Tipstry-এ আমার আজকের পোস্টে। আপনারা হয়তো অনলাইনে অনেক সাইট ব্যবহার করেছেন ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমোভ করার জন্য। কিন্তু রিমোভ করার পর ডাউনলোড করতে গেলে আপনাকে লো কোয়ালিটিতে ডাউনলোড করতে হয় কারণ হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে হলে আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া লাগে। তাই আজকের পোস্টে আপনাকে দেখাবো কিভাবে কোয়ালিটি না কমিয়ে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করবেন।
সর্বপ্রথমে আপনি আপনার ব্রাউজারে গিয়ে লিখবেন magic studio background remover
সার্চ রেজাল্টের প্রথম ওয়েবসাইট-এ ক্লিক করুন।
এবার upload picture এ ক্লিক করে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করতে চান সেটি সিলেক্ট করুন। এরপর সাইটটি কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করে দিবে।
এবার ছবি ডাউনলোড করার পালা। ছবি ডাউনলোড করার জন্য download বাটনে ক্লিক করবেন না। তাহলে লো কোয়ালিটিতে ডাউনলোড করতে হবে নাহলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে হবে। ফ্রিতে যদি কোয়ালিটি ঠিক রেখে ডাউনলোড করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড রিমোভ করা ছবির উপরে ক্লিক করে ধরে রাখবেন। তাহলে দেখবেন download image/save image লেখা বাটন আসবে। সেখানে ক্লিক করবেন, তাহলেই কোয়ালিটি ঠিক রেখে ডাউনলোড করতে পারবেন।
ধন্যবাদ, মনো্যোগ সহকারে পুরো পোস্টটি পড়ার জন্য।
Views: 163
Recent Comments
No comments yet. Be the first to share your thoughts!