By baijit on January 26, 2025 | Category: Freelancing
এই তো সেদিন ২০২০ সালেও খুব বেশি মানুষ ফ্রীলান্সিং সম্পর্কে তেমন কিছু বুঝতো না। কিন্ত অল্প কিছু সময়ের পরিবর্তনে পালটে গেছে অনেক কিছু তাই না? এখন ঘরে ঘরে ফ্রীলান্সার। নানান জায়গায় নানান জন টুকটাক কোনো রকম ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখিয়ে দিয়ে স্টুডেন্টদের ছেড়ে দিচ্ছে ফাইভারের মাধ্যমে। যাও গীগ খুলো আর রাত জাগো। যার ফলস্বরূপ বর্তমানে এতো পরিমাণ ফ্রীলান্সার ফাইভারে হয়েছে যার কারণে বর্তমানে ফাইভারে একাউন্ট এপ্রুভ পাওয়া মহা অসাধ্য সাধণের মতো হয়ে গেছে। আর ফাইভারের ও এতো সংখ্যক জনপ্রিয়তা দেখে দিন দিন ভাব বেড়েই চলেছে। তাহলে? বাদ দিন ভাই আর নয় ফাইভার।
আসুন ফাইভারের বিকল্প কিছু খুঁজি। যা আমাদেরকে ফাইভারের থেকে ভালো মান প্রদান করবে। সেরকম-ই একটি ওয়েবসাইট হচ্ছে গিগট্রাই (https://www.gigtry.com) অনলাইনে একটু সার্চ করে দেখতে পারেন গিগট্রাই সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। ফাইভারের থেকে ভালো হবে তো খারাপ হবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি। খুব সহজেই আপনি চাইলে গীগট্রাই-এ একাউন্ট তৈরি করে গীগ পাবলিশ করতে পারেন। যেহেতু এটি ফাইভারের তুলনায় নতুন একটি প্ল্যাটফর্ম, সেহেতু ফ্রীলান্সারদের সংখ্যাও এখানে কিছুটা কম। তাই যত দ্রুত সম্ভব গীগট্রাই-এ এখনই একাউন্ট তৈরি করে একটি ইউনিক গীগ তৈরি করে ফেলুন।
উপরের ভিডিওটা দেখুন আশা করছি এই ফ্রীলান্সিং মার্কেটপ্লেসটা সম্পর্কে আরো কিছুটা জ্ঞান পেয়ে যাবেন। এছাড়া এখানে একাউন্ট তৈরির সামান্য কিছুটা প্রক্রিয়া দেখানো হয়েছে, এটা দেখে একাউন্টও তৈরি করে নিতে পারেন। তাছাড়া আমি মনে করি GIGTRY ব্যবহার করা খুবই সহজ, তাই যে কেউ খুব সহজেই এখানে একাউন্ট তৈরি করা থেকে গীগ তৈরি পর্যন্ত করতে পারবেন। এই সব টপিক বাদ দিই, চলুন GIGTRY সম্পর্কে CHATGPT-কে জিজ্ঞাসা করি দেখি চ্যাটজিপিটি কি বলে।
দেখলেন তো চ্যাটজিপিটির উত্তর? GIGTRY হচ্ছে নবাগতদের জন্য সেরা প্ল্যাটফর্ম। তাহলে আর দেরি কেনো, এখনই ভিজিট করুন WWW.GIGTRY.COM এবং খুব সহজে একাউন্ট রেজিস্ট্রেশন করে ২-৪ টা GIGTRY পাবলিশ করে ফেলুন। আশা করছি ভালো রেসপন্স পাওয়া যাবে। দেরি করবেন না। এখনই যান।
Views: 105
Recent Comments
No comments yet. Be the first to share your thoughts!