By tipstry on January 26, 2025 | Category: TipsTry Updates
যতই দিন যাচ্ছে, মানুষ তত বেশি সৃজনশীলতা হারিয়ে ফেলছে। এখন মানুষ নিজের মেধাশ্রম ব্যবহারের থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহারে বেশি প্রাধান্য দিচ্ছে। এর ফলে কী হচ্ছে? এর ফলে মানুষ তার মেধা ব্যবহার করার সূত্র ভুলে যাচ্ছে, যার ফল হচ্ছে অত্যন্ত ভয়ানক। তাই সময় থাকতে এসব অভ্যাস পরিহার করুন।আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার ততটুকুই করুন, যতটুকু প্রয়োজন। খুব বেশি পরিমাণে করবেন না যেন এতে আপনার মেধাকে অপমান করা হয়। এ কারণেই টিপসট্রাই.কম কোনো প্রকার AI-জেনারেটেড কন্টেন্ট অনুমোদন করে না। শুধু তাই নয়, কোনো প্রকার কপিপোস্টও গ্রহণযোগ্য নয়।
আসুন, আজ আপনাদেরকে টিপসট্রাই.কম-এ পোস্ট করার নিয়মনীতি গুলো জানিয়ে দেই:
১। কপি পোস্ট করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। টিপসট্রাই টিম খুব কঠোরভাবে কন্টেন্ট কপিরাইট চেক করে। যদি আপনার কন্টেন্ট কপি ডিটেক্ট হয়, তাহলে সেটি ডিলিট করে দেওয়া হবে। একই কাজ বারবার করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডও হতে পারে।
২। কোনো প্রকার AI-জেনারেটেড কন্টেন্ট লেখা যাবে না। বর্তমান সময়ে ChatGPT, Gemini, Copilot সহ আরো অনেক AI টুল ব্যবহার করে কন্টেন্ট লেখা যায়। এই ধরনের AI দিয়ে লেখা পোস্ট কোনোভাবেই আমাদের প্ল্যাটফর্মে অনুমোদন করা হবে না।
৩। সহিংসতা, ঘৃণা, অবৈধ কার্যকলাপ বা আপত্তিকর কোনো বিষয়ের ওপর পোস্ট লিখবেন না। অথবা কোনো বেটিং, জুয়া এসব কোনো প্রকার ওয়েবসাইট বা অ্যাপ নিয়ে কন্টেন্ট লেখা যাবে না।
৪। অবশ্যই বাংলা ভাষায় পোস্ট লিখতে হবে। সেক্ষেত্রে বানান যেন ভুল না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে বানান সঠিক করার জন্য আপনি AI-এর সাহায্য নিতে পারেন, তবে শুধুমাত্র বানান ঠিক করার জন্যই।
৫। পোস্টের সাথে যেকোনো ধরনের ছবি কিংবা থাম্বনেইল ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কপিরাইট ফ্রি ছবি ব্যবহার করতে হবে। পোস্টের কন্টেন্টের সাথে মিল রেখে ছবি ব্যবহার করতে হবে।
৬। লেখার ধরন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। চেষ্টা করবেন, ন্যূনতম ৩০০ শব্দের পোস্ট লেখার জন্য এবং সুন্দরভাবে সাজিয়ে লেখার জন্য। আপনার পোস্টের মানের ওপর নির্ভর করে বোনাস ক্রেডিট দেওয়া হতে পারে।
৭। পোস্টে স্প্যাম লিংক শেয়ার করার আগে ১০ বার ভাবুন। অন্যথায় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডও হতে পারে। ডাউনলোড লিংক কিংবা যেকোনো প্রকার লিংক শেয়ার করলে ডিরেক্ট লিংক শেয়ার করুন। ভিজিটরদের যেন লিংক ভিজিট করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে খেয়াল রাখুন।
৮। পোস্টের সাথে মিল রেখে ক্যাটাগরি সিলেক্ট করুন। পোস্ট করবেন এক বিষয় এবং ক্যাটাগরি থাকবে অন্য বিষয়—এমন যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন।
ধন্যবাদ। টিপসট্রাই.কম এর সাথে থাকার জন্য। আশা করছি সকল নিয়মনীতি গুলো অনুসরণ করে পরিবেশটা সুন্দর রাখবেন। দিনশেষে আমরা সকলেই চায় আপনাদেরকে সুন্দর একটি প্লাটফর্ম উপহার দেওয়ার জন্য যেখান থেকে মানুষ আসলেই কিছু শিখতে পারবে।
Views: 260
Recent Comments
sourav23
Posted on January 26, 2025, 1:54 am
thanks for advice
emrulmubin1
Posted on January 26, 2025, 4:42 am
আমার পোস্ট সাবমিট করার পর এমন একটা পেজ আসে কেনো This page is not working now
Dinayna11
Posted on January 27, 2025, 12:23 am
বার বার যাতে লগইন করা না লাগে এমন সিস্টেম দিলে ভালো হতো
Munna655
Posted on January 30, 2025, 11:11 am
Gmail verify hoi na
auli002
Posted on February 2, 2025, 12:49 am
Income niye kisu bolbe plz
Munna655
Posted on February 3, 2025, 12:45 pm
Okay
baijit
Posted on February 23, 2025, 2:04 pm
thank you so much broooo
baijit
Posted on February 23, 2025, 2:04 pm
nice 2
baijit
Posted on February 23, 2025, 2:05 pm
yes
baijit
Posted on February 23, 2025, 2:05 pm
awesome