ডোমেইন এবং হোস্টিং কি ? সহজ ভাষায় জানুন

ডোমেইন এবং হোস্টিং কি ? সহজ ভাষায় জানুন

By baijit on January 23, 2025 | Category: Technology & Coding

তোমরা ডোমেইন আর হোস্টিং নামের দুইটা গুরুত্বরপূর্ণ জিনিসের কথা শুনছোই হয়তো। কিন্তু শুনে কি কাজ! ঠিকঠাক বুঝো নাই তো? আমি বুঝি তোমার মাথায় কী চলছে, "এই ডোমেইন-হোস্টিং আবার কী জিনিস, কেমন করে খায়, আর কীভাবে কাজ করে?"


তো, আজ আমি এই দুই ভাইয়ের (মানে ডোমেইন আর হোস্টিং) কথা একদম সহজ ভাষায় বুঝাইয়া দিমু। আর যেহেতু আমি ঢাকাইয়া, তাই ঢাকাইয়া চলিত ভাষায় এই গল্পটা বলবো। নরম্যাল ব্লগ নয়, এইটা একদম লাইভ বাইজিতের স্টাইলে।


চলো শুরু করি! দেরি করলে তো বাস মিস করবা।


 


ডোমেইন আর হোস্টিং: আসলে কী?


ডোমেইন আর হোস্টিং দুটোই ইন্টারনেট জগতে ওয়েবসাইটের প্রাণ। তুমি যদি একটা ওয়েবসাইট বানাইতে চাও, তোমার ডোমেইন আর হোস্টিং লাগবেই।



  • ডোমেইন: তোমার ওয়েবসাইটের নাম। যেমন, "www.google.com" বা "facebook.com"। এই নামটাই মানুষ ব্রাউজারে লিখে তোমার সাইটে ঢুকে।

  • হোস্টিং: তোমার ওয়েবসাইটের জন্য অনলাইনে জায়গা। এখানে তোমার ওয়েবসাইটের সব ফাইল, ছবি, ভিডিও, টেক্সট ইত্যাদি জমা থাকে।


এখন যদি তোমার মাথা ঘুরায়, চিন্তা কইরো না। আমি একদম পরিষ্কারভাবে বলি।


 


ডোমেইন আর হোস্টিং বুঝতে হলে গল্পে আসো


 


গল্প: বাড়ি বানানোর প্রজেক্ট


ধরো, তুমি একটা নতুন বাড়ি বানাইতে চাও।



  1. প্রথমে জমি কিনবা। ধরা যাক, তুমি ধানমন্ডিতে ৫ কাঠা জমি কিনলা।

  2. জমি কিনার পর সেখানে তুমি সুন্দর একটা দোতলা বাড়ি বানাইলা।

  3. এখন তোমার বন্ধু আসতে চাইলো। তুমি তাকে কী করবা? ঠিকানা দিবা, যেমন: "ধানমন্ডি ১০ নম্বর রোড, বিল্ডিং ৫।"


এই গল্প ওয়েবসাইটে কিভাবে ফিট করে?



  • জমি (স্থান) = হোস্টিং।

  • ঠিকানা = ডোমেইন।

  • বাড়ি = ওয়েবসাইট।


তাহলে, ওয়েবসাইট বানাইতে চাইলে প্রথমে হোস্টিং কিনতে হবে (অনলাইনে জমি)। আর মানুষ তোমার সাইটে ঢুকতে পারবে ঠিকানা (ডোমেইন) দিয়ে।



আরেকটা উদাহরণ: চায়ের দোকান

ধরো, তুমি একটা চায়ের দোকান দিছো। দোকান বসাইতে জমি লাগবে না? ঐ জমিই হইলো হোস্টিং।
এখন দোকানের নাম "মিষ্টি চা কর্নার" রাখছো। মানুষ তো সেই নামেই তোমার দোকান চিনবে। এই নামটাই ডোমেইন।


তাহলে, জমি ছাড়া দোকান হবে? ঠিকানা ছাড়া মানুষ চিনবে?


 


ডোমেইন আর হোস্টিং কেন জরুরি?


এখন তুমি ভাবতেছো, এই দুইটা কেন লাগে? একটার তো কাজ শেষ, দুইটা কেন?



  1. হোস্টিং ছাড়া: ওয়েবসাইটের ফাইল কোথায় রাখবা? কিছুই তো দেখা যাবে না।

  2. ডোমেইন ছাড়া: মানুষ তোমার সাইটে ঢুকবেই কেমনে? ঠিকানাই তো নাই।


তাই এই দুই ভাইকে একসাথে নিলেই ওয়েবসাইটের কাজ শুরু হবে।


 


ডোমেইন আর হোস্টিং: কীভাবে কাজ করে?


ধরো, তুমি একটা ডোমেইন কিনলা, "www.tokai.com"।
তারপর, একটা হোস্টিং নিলা, যেখানে ১ জিবি স্পেস আছে। এখন তুমি তোমার সাইটের ফাইল (ছবি, লেখা, ভিডিও) এই হোস্টিংয়ে আপলোড করলা।


এখন কেউ "www.tokai.com" ব্রাউজারে লিখলে, ডোমেইন সেই ফাইলের ঠিকানায় নিয়ে যাবে।


তাহলে, ডোমেইন আর হোস্টিং মিলে তোমার সাইট ইন্টারনেটে দেখাবে।


 


ডোমেইন আর হোস্টিং কেনা যায় কই?


এখন তুমি ভাবতেছো, এই দুইটা কিনুম কই?




  • ডোমেইন কিনার জন্য কিছু জনপ্রিয় জায়গা হইলো:



    • Namecheap

    • GoDaddy

    • Google Domains




  • আর হোস্টিং এর জন্য:



    • Bluehost

    • HostGator

    • SiteGround




তোমার বাজেট অনুযায়ী একেকটা প্ল্যান নিতে পারবা।


 


শেষ কথা


তাহলে, ভাই-বোনেরা, ডোমেইন আর হোস্টিং ছাড়াই তোমার ওয়েবসাইট বানানো অসম্ভব।
ডোমেইন দিয়া ঠিকানা দাও, হোস্টিং দিয়া জায়গা বানাও।
একদম জমি আর বাড়ির মতো।


কিছু বুঝতে সমস্যা হইলে কমেন্ট কইরো। বাইজিত তো আছেই তোমাদের জন্য। আর মজা কইরা গল্প শুনতে চাইলে জানাইও। টেক কেয়ার! ????

Views: 1737

Recent Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment