By baijit on January 23, 2025 | Category: Technology & Coding
ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়েব ডিজাইন নাম তো শুনছো? না শুনলে তো অবস্থা বেহাল। আজ আমি, বাইজিত, তোমাগো এই দুইটার হাল-হকিকত মজার ছলে বুঝাই। আমার সাথে মাসুদও আছে। মাসুদ হলো ডিজাইনার। আর আমি? আমি ডেভেলপার। আমরা দুইজন মিলে ওয়েবসাইট বানাই। কিন্তু সমস্যা হলো, মাসুদ সবসময় বলে, "ডিজাইন না থাকলে সাইটের কী দাম!" আর আমি বলি, "কোড ছাড়া ডিজাইন তো ছবি বইলা দাঁড়াবে না!" এখন এই দুইজনের ঝগড়া থেকেই এই গল্প।
ওয়েব ডিজাইন:
মাসুদ মানে পুরা আর্টিস্ট! সে সবসময় রঙ, ফন্ট, আর লেআউট নিয়ে ব্যস্ত। সে বলে, "ওয়েবসাইট মানে শুধু কাজ করলেই চলবে? সুন্দরও তো লাগতে হবে!"
মাসুদের কাজ কী কী?
- সাইটের লেআউট বানানো।
- কোন রঙ কোথায় যাবে, তা ঠিক করা।
- ফিগমা আর Photoshop দিয়ে দারুণ দারুণ ডিজাইন বানানো।
মাসুদ বলে, "আমি যদি ডিজাইন না করি, মানুষ সাইট দেখে চমকাবে কীভাবে?
ওয়েব ডেভেলপমেন্ট:
এখন আসো আমার কাছে। আমি মানে বাইজিত, কোড ছাড়া কিছু বুঝি না। HTML, CSS, আর JavaScript মানে আমার প্রাণ। আমি বলি, "ডিজাইন সুন্দর হইলেই তো হবে না, ক্লিক করলে কাজ করতেও তো হবে!"
আমার কাজ কী কী?
- মাসুদের ডিজাইনকে কোডে রূপ দেওয়া।
- সার্ভার আর ডেটাবেস সেট করা।
- ওয়েবসাইট যেন ল্যাগ না করে, সেটা দেখা।
আমি সবসময় বলি, "আমি যদি কোড না করি, মাসুদের ডিজাইন কাগজের ছবির মতোই পড়ে থাকবে!"
মাসুদ বনাম বাইজিত: পার্থক্য কোথায়?
১. মাসুদ ভাবে সাইট দেখতে কেমন হবে। আমি ভাবি সাইট কীভাবে কাজ করবে।
২. মাসুদের ফিগমা আর Photoshop। আমার Visual Studio Code আর Server।
৩. মাসুদ বলে, "দেখতে সুন্দর সাইট বানাইতে চাই।" আর আমি বলি, "চলবে এমন সাইট বানাইতে চাই।"
দুইজনেই জরুরি কেন?
এখন কথা হলো, মাসুদ আর বাইজিতের মধ্যে কে বেশি ইম্পরট্যান্ট?
মাসুদ বলবে, "আমার ডিজাইন ছাড়া সাইট কিচ্ছু না!"
আমি বলব, "আমার কোড ছাড়া সাইট ঠুঁটো জগন্নাথ!"
তাই, বুঝলা, ডিজাইন আর ডেভেলপমেন্ট একসাথে না থাকলে ওয়েবসাইট বানানো অসম্ভব।
শেষ কথা
তাহলে, ডিজাইন আর ডেভেলপমেন্ট দুইটাই শিখবা। কারণ, একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। আর যদি নিজে না পারো, মাসুদ আর বাইজিতের মতো একজন ডিজাইনার আর একজন ডেভেলপার বন্ধু খুঁজে নাও। কেমন লাগলো এই গল্প? কমেন্ট কইরো!
Views: 7166
Recent Comments
Dinayna11
Posted on February 2, 2025, 3:55 am
পোস্টে এত ভিউ কিভাবে হয়?