By emrulmubin1 on March 23, 2025 | Category: Artificial intelligence
আসসালামু আলাইকুম TipsTry বাসী। আমি ইমরুল মুবিন জিসান আজ আপনাদের জন্য 25 সালে মাথা খারাপ করে ফেলা concept নিয়ে। আপনারা হয়তো ভাবছেন আসলে কি আজকে আপনাদের জন্য অপেক্ষা করছে 🤔। So let's go the main topic. আমি সচরাচর AI নিয়ে অনেক খুজাখুজি করি বিশেষ করে ভালো ai পিকচার জেনারেটর।
তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম 3 best alternative of midjourney. আসুন ওয়েবসাইট গুলোর নাম জেনে আসি:
(১) DeepAi
(২) Craiyon
(৩) Perchance Ai
আমি অলরেডি DeepAi নিয়ে একটা পোস্ট করে ফেলেছি আপনারা নিচে দেওয়া লিংক থেকে পরে আসতে পারেন।
1.DeepAi
2.Craiyon
প্রথমে আমার Cariyon ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ।এই লিংকে ক্লিক করলেই আপনাদের Craiyon ওয়েবসাইটে নিয়ে যাবে এইখানে শুধু random একটা প্রম্পট দিবেন আর জেনারেট এ ক্লিক করবেন দেখবেন ম্যাজিক। এর নিচে নানা প্রকার modification আছে আপনারা তা চেঞ্জ করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। নিচের স্ক্রিনশট দেখেন ।
3. Perchance
এখন এই ওয়েবসাইটে প্রবেশ করে আগের মতো prompt দিবেন আর এইখানে কয়টা ইমেজ আপনার দরকার সেইটাও সিলেক্ট করতে পারবেন, তাছাড়া আরো নানা ফিচার রয়েছে আপনারা দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি নিচে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি।
প্রিয় TipsTry বাসী আসা করি আপনাদের আজকের টিউনটি ভালো লেগেছে এবং কাজে আসবে ।আর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন এবং TipsTry এর সাথে থাকুন। আবারো দেখা হবে নতুন কোনো টিউন নিয়ে আসসালামু আলাইকুম।
Views: 21
Recent Comments
baijit
Posted on March 24, 2025, 7:12 am
Good Post ❤️🩹