By tipstry on January 23, 2025 | Category: TipsTry Updates
দিন যত যাচ্ছে, আমাদের প্রযুক্তি ততোবেশি আপডেট হচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনের সাথে একদম আঠার মতো লেগে গেছে এই প্রযুক্তি। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কোনো না কোনোভাবে তথ্যপ্রযুক্তির সাথে সংযুক্ত থাকছি। বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি ১০ লাখ। এর মধ্যে ১১ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী এবং প্রায় ১ কোটি ২৮ লাখ ৮০ হাজার ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। এই তথ্য ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বিটিআরসির প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে। অর্থাৎ, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৭৬.১৬% ইন্টারনেট ব্যবহার করছে।
ইন্টারনেটে এত সংখ্যক মানুষগুলো আসলে কী করছে? কিছু সংখ্যক লোক হয়তো ফ্রিল্যান্সিং করছে, কেউ কেউ আবার ইন্টারনেটে তাদের অফিসের কাজকর্ম করছে। কেউ শুধুমাত্র যোগাযোগের জন্য ইন্টারনেট ব্যবহার করছে। এগুলো ভালো, আমরা কেউ বলবো না এগুলো অন্যায়। ইন্টারনেট ব্যবহার করে যদি আমাদের আসলেই কোনো লাভ হয়, আমাদের কোনো কাজে আসে, তাহলে সেখানে কোনো অন্যায় নেই। তবে আমাদের দেশের বেশিরভাগ যুবক সমাজ ইন্টারনেটে তাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছে শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এসব সোশ্যাল মিডিয়া গুলোতে স্ক্রোলিং করে। তারা বুঝতেও পারছে না তারা তাদের মূল্যবান সময়গুলো কিভাবে নষ্ট করে ফেলছে।
তবে আর নয় সময় নষ্ট। টিপসট্রাই.কম (https://www.tipstry.com) এর যাত্রা শুরু হচ্ছে আমাদের দেশের শিক্ষিত যুবকদের জন্য, যারা আমাদের ভবিষ্যত। আমরা চাই তাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত তৈরি করতে। আমাদের দেশে যেনো একটিও ছেলে ইন্টারনেট শুধুমাত্র বিনোদনের জন্য ব্যবহার না করে। তাদেরকে ইন্টারনেটের সঠিক ব্যবহার শেখানো এবং প্রযুক্তির বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলতে টিপসট্রাই.কম (https://www.tipstry.com) এর আবির্ভাব।
Views: 2544
Recent Comments
baijit
Posted on January 23, 2025, 3:45 am
ধন্যবাদ এতো সুন্দরভাবে আমাদেরকে টিপসট্রাই সম্পর্কে জানানোর জন্য।
baijit
Posted on January 23, 2025, 7:52 am
ধন্যবাদ এতো সুন্দরভাবে আমাদেরকে টিপসট্রাই সম্পর্কে জানানোর জন্য। ধন্যবাদ এতো সুন্দরভাবে আমাদেরকে টিপসট্রাই সম্পর্কে জানানোর জন্য। ধন্যবাদ এতো সুন্দরভাবে আমাদেরকে টিপসট্রাই সম্পর্কে জানানোর জন্য।
Shohag12
Posted on February 4, 2025, 5:10 am
আপনাদের এখানে পোস্ট করার সময় কি BB code use করা যায় না?
baijit
Posted on February 6, 2025, 2:19 pm
ধন্যবাদ 😀