টিপসট্রাই.কম এলগরিদম ( ২০২৫ ) আরনিং সিস্টেম বিস্তারিত

টিপসট্রাই.কম এলগরিদম ( ২০২৫ ) আরনিং সিস্টেম বিস্তারিত

By tipstry on March 2, 2025 | Category: TipsTry Updates

শুরুতে টিপসট্রাই.কমে নিয়ম ছিল একটি পোস্টের প্রতি হাজার ভিউয়ের উপর ইনকাম হবে ১$ ডলার বা ১২০৳ টাকা। কিন্তু আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, এই নিয়মে যারা ভালো কন্টেন্ট লিখে তাদের ক্ষতি হচ্ছে। কারণ, এখন খুব অল্প লেখকই আছে যারা নিজ চেষ্টায় নিজে কন্টেন্ট লিখে। বেশিরভাগ মানুষই এখন পোস্ট লেখার জন্য (AI) ব্যবহার করে থাকেন, যা আমাদের সকলের জন্যই অত্যন্ত দুঃখজনক বিষয়।


আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে পোস্ট লেখার ফলে মানুষ তার সৃজনশীলতা হারিয়ে ফেলছে, নিজে কিছু তৈরি করার বা লেখার আগ্রহ হারিয়ে ফেলছে। শত শত (AI) কন্টেন্টের ভিড়ে যারা নিজের জ্ঞান ব্যবহার করে পোস্ট শেয়ার করছে, তারাও এত (AI) কনটেন্ট দেখে নিজের সৃজনশীলতা ব্যবহারে আগ্রহ হারিয়ে ফেলছে।


এই সমস্যার সমাধানে টিপসট্রাই.কম বাংলাদেশে প্রথমবারের মতো পোস্ট কন্টেন্টের মান পর্যবেক্ষণের জন্য নিজস্ব AI CONTENT QUALITY DETECT ALGORITHM তৈরি করেছে। এটি ইনস্ট্যান্ট AI প্রযুক্তি ব্যবহার করে টিপসট্রাই-এর প্রতিটি পোস্টের QUALITY পর্যবেক্ষণ করবে এবং QUALITY অনুযায়ী সেই পোস্টের ভিউয়ের উপর কত টাকা পাওয়া যাবে, তা নির্ধারণ করবে।


নিজ হাতে লেখা সুন্দর কন্টেন্টগুলোর RPM সবসময় বেশি থাকবে, এবং AI ব্যবহার করে লেখা কন্টেন্টগুলোর RPM সর্বনিম্ন থাকবে


খুব সহজে ওয়েবসাইটে লগইন করার পর ড্যাশবোর্ড (DASHBOARD) থেকে অ্যানালাইজ (ANALYSIS) পেইজে গেলে একজন ইউজার তার পোস্টের কন্টেন্ট কোয়ালিটি এবং RPM (Revenue Per Mille) দেখতে পারবে। এর মাধ্যমে একজন ইউজার বুঝতে পারবে, তার পোস্টটি থেকে ১ হাজার ভিউয়ে কত টাকা ইনকাম হবে


আশা করছি টিপসট্রাই.কমের এই (AI) পোস্ট ডিটেক্ট প্রযুক্তি ব্যবহার করে সকলেই উপকৃত হবে। একজন মানুষ যা লিখতে পারে, তা কখনোই একটি AI লিখতে পারে না। কারণ, একজন মানুষের লেখার মধ্যে থাকে অনুভূতি, সুন্দরভাবে বোঝানোর ধরন, সহজ-সরল শব্দের ব্যবহার। আর এই কারণেই বেশিরভাগ মানুষ আর্টিফিশিয়াল কন্টেন্ট পড়তে বা দেখতে পছন্দ করে না


তাই আশা করছি, এই Algorithm ব্যবহারের মাধ্যমে মানুষ AI কন্টেন্ট লেখা পরিহার করবে এবং নিজে কন্টেন্ট লেখায় উৎসাহিত হবে

Views: 68

Recent Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment