By emrulmubin1 on March 2, 2025 | Category: Tech & Gadgets
আসসালামু আলইকুম TipsTry বাসী । আমি আপনাদের প্রিয় ইমরুল ভাইয়া আজকে নতুন একটি বিষয় নিয়ে চলে আসলাম। আজকের পোস্টটি সংক্ষিপ্ত কিন্তু আমি আশাবাদী যে এটা কার্যকরী হবে আপনাদের জন্য। তাহলে আজকের টিউন টি কি নিয়ে আসেন চলে যাই মেইন টপিক্সে।
জন্ম নিবন্ধন আমাদের সবার আছে কিন্তু এটা কি অনলাইন করা সেই বিষয়ে যারা নিশ্চিত হতে পারছেন না আজকের টিউনটি তাদের জন্য।
তার আগে আসুন জেনে আসি জন্ম নিবন্ধন কেনো গুরুত্বপূর্ণ?
জন্ম নিবন্ধন দারা আমাদের জাতীয়তা বয়স এবং ব্যক্তিগত তথ্য নিশ্চিত করা হয়। তাছাড়া পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র তৈরিতেও জন্ম নিবন্ধন এর প্রয়োজনীয়তা আবশ্যক আর আপনার পড়াশুনার ক্ষেত্রে তো জন্ম নিবন্ধন এর প্রয়োজনীয়তা আমাকে বলে বুঝাতে হবে না।
এখন দেখি আমরা কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করবো
ধাপ ১:
প্রথমে এইখানে ট্যাপ করুন এবং নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করুন।
ধাপ ২:
নিম্নে দেওয়া ছবির মতো ইন্টারফেস আসবে। এইখানে নির্ধারিত ঘরে জন্ম নিবন্ধন নম্বর প্রদান করতে হবে । জন্ম তারিখ যদি দেওয়া যায় তাহলে দিয়ে দিয়েন না হলে দরকার নেই।
ধাপ ৩ :
এবারে ডান দিকে "অনুসন্ধান করুন" বাটনে ট্যাপ করুন। যদি সকল তথ্য সঠিক থাকে তবে নিচে দেওয়া স্ক্রিনশটের মতো করে আপনার অনলাইন জন্ম নিবন্ধন আসবে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
তাহলে আর দেরি না করে আজই আপনার জন্ম নিবন্ধন যাচাই করে অনলাইন কপি সংরক্ষণ করে রেখে দিন আপনার স্মার্ট ডিভাইসে। আজ আর নয় আবারো দেখা হবে নতুন কুনো টিপস এন্ড ট্রিকস নিয়ে। ভালো থাকুন আল্লাহ হাফেজ।
Views: 33
Recent Comments
baijit
Posted on March 2, 2025, 3:32 am
Good post 😊