By emrulmubin1 on February 8, 2025 | Category: Artificial intelligence
আসসালামু আলাইকুম। TipsTry এ আপনাদেরকে স্বাগতম। আমি ইমরুল মুবিন জিসান আজ আপনাদের সাথে একটি চমকপ্রদ কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি অথবা কাউকে ভয়েস দিতে গেলে নিজেদের আসল ভয়েস hide করতে চাই আজকের ব্লগ তাদের জন্য। So let's start,,,
Meta Voice, আজকে আমরা যে ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো সেটার নাম Meta Voice। এইটাতে premium আর free plan উভয়ই আছে কিন্তু আমাদের তা প্রয়োজন নেই, credit শেষ হয়ে গেলে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিলেই হবে। তাহলে দেখি আসলে কিভাবে কাজটি করতে হবে।
Step 1:
প্রথমে Meta Voice এই লেখাটিতে ক্লিক করুন তারপর আমাদের সরাসরি নিয়ে যাবে ওয়েবসাইটে। তারপর উপরের ডান দিকে দেখতে পাবো sign up অপশন। ওইখানে ট্যাপ করুন।
Step 2:
আপনারা চাইলে email, temp mail দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আমি continue with google এর মাধ্যমে করে ফেলছি।
Step 3:
তারপর আপনারা ভয়েস রেকর্ডিং করতে পারবেন 30 মিনিট অথবা অডিও ফাইল আপলোড করতে পারবেন ম্যাক্সিমাম 350 MB/30 minutes
দেখুন আমার আমি আমার real ভয়েস কে মেয়েদের ভয়েসে কনভার্ট করেছি ।
আজকের জন্য এখানেই শেষ করছি। আশা করি আজকের টিউটোরিয়াল থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। আমরা খুব শীঘ্রই আবার ফিরে আসবো আরও নতুন ও দারুণ সব টিউটোরিয়াল নিয়ে, যা আপনার দক্ষতাকে আরও একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে।
আপনার প্রতিটা শেখার যাত্রাকে সহজ, উপভোগ্য এবং কার্যকরী করে তুলতে আমরা সর্বদা আপনাদের পাশে আছি। তাই আমাদের সাথেই থাকুন, নতুন নতুন বিষয় শিখুন, নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন এবং আপনার ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করুন!
Views: 54
Recent Comments
No comments yet. Be the first to share your thoughts!