Picture Dictionary | ছবির অভিধান

Picture Dictionary | ছবির অভিধান

By auli002 on February 8, 2025 | Category: Education & Learning

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করতে চাই যা দিয়ে আপনি ছবির মাধ্যমে ইংলিশ ভোকালুনারি খুব সহজে শিখতে পারবেন। 


আমার সবাই যে জিনিস চোখে দেখি, সেই জিনিস অনেক মনে রাখতে পারি। তাই যদি আমরা ইংলিশ ওয়ার্ড গুলা ছবি দেখে পড়তে পড়ি তাহলে আমাদের এই ওয়ার্ড গুলা মনেই অনেক দিন থাকবে। আর সেই জন্য আমাদের লাগবে একটা ভাল ডিকশনারি যা দিয়ে আমরো ওয়ার্ড গুলার ছবি দেখতে পারবো। 


চলুন দেখি কিভাবে সেইরকম ডিকশনারি কিভাবে পেতে পারি।


প্রথমে, প্লে স্টোর এ যান 



তারপর, সার্চ বাটন এ ক্লিক করুন এবং সার্চ করুন laneng লিখে।



প্রথম এ যে অ্যাপ টি আসবে ডাউনলোড করুন এবং ইন্সটল বলে ওপেন করুন।



তারপর, গুগল দিয়ে sign in করুন।



Scroll করুন এবং Native language বেঙ্গাইল সিলেক্ট করুন।



অভিধানে গিয়ে ইচ্ছা মত ওয়ার্ড সার্চ করে দেখেন। 




আসা করি ভালো লাগবে। যদি ভালো লাগবে তাহলে পোস্ট টি তে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। 




Views: 46

Recent Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment