নদীকৃত্য দিবস ২০২৫- রচনা প্রতিযোগিতা

নদীকৃত্য দিবস ২০২৫- রচনা প্রতিযোগিতা

By emrulmubin1 on February 6, 2025 | Category: Education & Learning

আসসালামু আলাইকুম TipsTry বাসী।


আমি ইমরুল মুবিন জিসান আজ আপনাদের সাথে নতুন একটি অসাধারণ ব্লগ নিয়ে হাজির হয়েছি । তবে এটি আসলে তাদের জন্য যারা নানা রকম অনলাইন ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। সদ্য আয়োজিত নদীকৃত দিবস ২০২৫ উপলক্ষে Bangaladesh River Foundation কর্তৃক আয়োজিত একটি অনলাইন ভিত্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিস্তারিত বিষয় নিম্নে তুলে ধরা হলো।


রচনার বিষয়ঃ নৌপরিবহন ও নব্যতা



🏆 পুরস্কার


🥇১ম পুরস্কারঃ ৫০,০০০ টাকা 


🥈২য় পুরস্কারঃ ৩০,০০০ টাকা 


🥉৩য় পুরস্কারঃ ২০,০০০ টাকা 


🏅বিশেষ পুরস্কারঃ ৫,০০০ টাকা (০৭ জন)


👉আবেদনকারীর যোগ্যতাঃ


১। বয়স ১৫ থেকে ২৫ বছর হতে হবে ।


২। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। 



📋নিয়মাবলী:


১। আপনার লিখা রচনা সাবমিট করতে হবে ই-মেইল এর মাধ্যমে


info.riverfoundation@gmail.com


২। আপনার প্রেরণকৃত email- এর সাবজেক্টে আপনার নাম এবং মোবাইল নাম্বার লিখবেন


৩। বাংলা ভাষায় সর্বোচ্চ ১১০০ শব্দের মধ্যে রচনা লিখতে হবে।


৪। রচনা কম্পিউটারে টাইপ করে PDF ফাইল ফরম্যাট-এ সাবমিট করতে হবে।


৫। রচনা কোথাও থেকে কপি করে লেখা যাবে না যেমন বই বা কোনো article 


৬। Artificial Intelligence Tool ব‍্যবহার করে লিখা যাবেনা।


৭। রচনায় কোন তথ্য ব‍্যবহার করলে তার সঠিক রেফারেন্স দিতে হবে।


👉ফাইল আপলোড করার নিয়মঃ


১. রচনার PDF ফাইল রিনেম করে এভাবে লিখতে হবে-আপনার নাম_রচনার নাম_মোবাইল নাম্বার_২০২৫


২. NID/Birth Certificate ফাইল রিনেম করে এভাবে লিখতে হবে-আপনার নাম_মোবাইল নাম্বার_২০২৫


⏱️ রচনা জমা দেওয়ার শেষ তারিখঃ ১লা মার্চ ২০২৫ (কোন লেট সাবমিশন গ্রহণ করা হবেনা)


নদীকৃত্য দিবস ২০২৫


Image

Views: 45

Recent Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment