খুব সহজে আপনার চাকরির বয়স বের করুন, কোন প্রকার ঝামেলা ছাড়াই।

খুব সহজে আপনার চাকরির বয়স বের করুন, কোন প্রকার ঝামেলা ছাড়াই।

By Nayeem Mia on February 1, 2025

আসসালামু আলাইকুম,



আজ আমি একটা সহজ আর সাধারণ অ্যাপ নিয়ে বলতে চাই, যেটা অনেকের কাজে লাগতে পারে।


আপনারা হয়তো এমন অ্যাপের কথা আগেও শুনেছেন বা গুগলে খুঁজলে পেয়ে যাবেন। এমনকি অনেক ওয়েবসাইটও আছে যেখানে চাকরির বয়স বের করার হিসাব পাওয়া যায়।


তবে এসব জায়গায় হিসাব করা অনেক সময় ঝামেলার হতে পারে। আবার ক্যালকুলেটর দিয়েও ঠিকমতো হিসাব মেলানো কঠিন হয়।


এই বিষয়গুলো মাথায় রেখে আমি একটা সহজ অ্যাপ বানিয়েছি, যাতে খুব সহজেই বয়স বা সময়ের হিসাব করতে পারবেন। আশা করি আপনাদের কাজে লাগবে।


Image


খুবই সাধারণ একটি অ্যাপ, যদি আপনাদের মন চায় তবে এটি ব্যবহার করতে পারেন, না হলে ইগনোরও করতে পারেন। তবে একটা কথা বলি।



এই অ্যাপটি চাকরির বয়স বের করার জন্য খুবই সহজ এবং সাধারণ। এমন কিছু মানুষ আছেন যাদের অনেক চাকরির বয়স একসাথে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হয়। এতে কিছুটা সমস্যা বা ঝামেলা হতে পারে। তবে তারা এই অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই তাদের প্রয়োজনীয় হিসাব করে নিতে পারবেন।



Image


এটা আবারও বললাম, আপনারা গুগলে বা প্লে স্টোরে এরকম অনেক অ্যাপ পেয়ে যাবেন। সেগুলোও যদি ব্যবহার করতে চান, তবে কোনো সমস্যা নাই।


 App Download Link : https://www.1337appstore.xyz/2024/07/age-job-bd.html


তবে, প্লে স্টোরে সাধারণত ইংরেজি ভার্সনের অ্যাপ বেশি পাওয়া যায়, আর এই অ্যাপটি বাংলা ভার্সন। যারা বাংলা পড়তে পারেন, কেবল তারাই এটি ব্যবহার করতে পারবেন।


আপনারা যদি মন চান, তবে ব্যবহার করতে পারেন। যদি ভালো না লাগে, তবে একদম ইগনোর করতে পারবেন।


এগুলো সবাই জানে যে, ক্যালকুলেটর দিয়েও সহজেই চাকরির বয়স হিসাব করা যায়। তবে কেউ চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারে।


মন চাইলো, তাই শেয়ার করলাম।


Views: 66

Recent Comments

Profile Picture
Admin

baijit

Posted on February 1, 2025, 12:09 pm

Good Post! Next time aro valo korar try korun :)

Profile Picture
User

auli002

Posted on February 2, 2025, 12:43 am

Nice and helpful.

Leave a Comment