তুমি একা নও, আল্লাহ তোমার সঙ্গে আছেন

তুমি একা নও, আল্লাহ তোমার সঙ্গে আছেন

By Rahim.is.here on February 1, 2025 | Category: Lifestyle

তুমি একা নও, আল্লাহ তোমার সঙ্গে আছেন


জীবনের কঠিন সময়ে মনে হতে পারে, তুমি একা। কেউ তোমার কষ্ট বোঝে না, কেউ তোমার পাশে নেই। কিন্তু সত্য হলো—তুমি কখনোই একা নও! তোমার রব সবসময় তোমার সঙ্গে আছেন।


জীবন মানেই পরীক্ষা। এখানে দুঃখ আসবে, কষ্ট আসবে, কখনো কখনো মনে হবে সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু বিশ্বাস রেখো, যে দরজা আল্লাহ বন্ধ করেন, তিনি তার চেয়েও ভালো দরজা খুলে দেন। হয়তো তুমি এখন দেখতে পাচ্ছো না, কিন্তু তিনি তোমার জন্য এমন কিছু সংরক্ষণ করে রেখেছেন যা তোমার কল্পনারও বাইরে।


তুমি যদি মনে করো, "আমি অনেক কষ্টে আছি, আমার জীবনে কোনো আনন্দ নেই"—তাহলে ভেবে দেখো, আল্লাহ তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, তোমাকে প্রতিদিন নতুন সুযোগ দিচ্ছেন। তার মানে, তিনি চান তুমি চেষ্টা করো, এগিয়ে যাও, এবং তার ওপর ভরসা রাখো।


দুনিয়ায় সবকিছু ক্ষণস্থায়ী—তোমার দুঃখও চিরস্থায়ী নয়। রাত যত গভীর হয়, প্রভাত ততই নিকটে আসে। আজকের কষ্ট হয়তো আগামীকাল তোমাকে আরও শক্তিশালী করবে। শুধু বিশ্বাস রেখো, আল্লাহ কখনোই তার প্রিয় বান্দাকে কষ্ট দিয়ে ছেড়ে দেন না।


তাই হতাশ হয়ো না, নিজের দুঃখ নিয়ে ভাবতে ভাবতে ভেঙে পড়ো না। আল্লাহর দিকে ফিরে যাও, তার ওপর ভরসা রাখো, আর নিজেকে নতুনভাবে গড়ে তুলো। একদিন তুমি বুঝবে, সব প্রতীক্ষারই একটি সুন্দর পরিণতি ছিল! 🌿✨

Views: 166

Recent Comments

Profile Picture
Admin

baijit

Posted on February 1, 2025, 3:09 am

আপনার এই পোস্টে অস্বাভাবিক ভিউ হচ্ছে 🙂 যদি কোনো ফেইক ভিউ ব্যবহার করে থাকেন তাহলে করবেন না। এক্ষেত্রে আমরা পেমেন্ট রিজেক্টেড করে দিব। ট্রাফিক সোর্স সবকিছু আমরা পর্যবেক্ষণ করি। তাই সাবধান থাকবেন। ধন্যবাদ

Leave a Comment