By baijit on January 31, 2025 | Category: Love & Relationship
একটু খেয়াল করে দেখুন তো আজ থেকে ৫০ বছর আগে বাংলাদেশে কোথায় প্রেম ভালোবাসা এসব ছিলো কি না? হ্যা ছিলো তবে এখনকার মতো এতো না। আমি জানি না আপনি কে? আপনার বয়স কতো? এই পোস্টা এক একজন একেক ভাবে বুঝবেন। যারা একটু অল্প বয়সী ছেলে তারা আমার পোস্টার আসল অর্থ বুঝতে পারবেন।
আচ্ছা যায়হোক কোথায় ছিলাম আমরা? প্রেম ভালোবাসা। ২০০০ সালের আগে এতো বেশি প্রেম ভালোবাসা আমাদের দেশে ছিলো না। কিন্তু দিনের পর দিন যতো দিন যাচ্ছে ততো বেশি ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা এসবের দিকে এগিয়ে যাচ্ছে।
কিন্তু কেনো? হ্যা বাংলাদেশ ডিজিটাল হচ্ছে। স্মার্ট হচ্ছে প্রযুক্তি সহ নানান দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে গেছে তাই বলে কি প্রেম ভালোবাসা এসবের দিক থেকেও এতোটা এগিয়ে যাবে? বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১% মানুষ মুসলিম। বাকিদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে। তাহলে যেহুতু বাংলাদেশ ৯১% একটি মুসলিম জনসংখ্যার দেশ তাহলে সেদেশে কেনো ছেলে মেয়েদের মধ্যে বিয়ের আগে এতো প্রেম, ভালোবাসা, অনৈতিক মেলামেশা?
ইসলামে বিয়ের আগে প্রেম, ভালোবাসা বা অনৈতিক মেলামেশা (যেমন শারীরিক সম্পর্ক) করা হারাম ও নিষিদ্ধ। কুরআন ও হাদিস অনুযায়ী, ব্যভিচার (জিনা) থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে:
১. কুরআনের নির্দেশ:
আল্লাহ বলেন:
"আর ব্যভিচারের নিকটেও যেয়ো না। নিশ্চয়ই এটি একটি অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ।"
— (সূরা আল-ইসরা, ১৭:৩২)
২. হাদিসের নির্দেশ:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"তোমাদের কেউ যেন কোনো মহিলার সঙ্গে নির্জনে না থাকে, কারণ তৃতীয়জন হবে শয়তান।"
— (তিরমিজি, হাদিস: ২১৬৫)
তাহলে কেনো আজ বাংলাদেশের ছেলে মেয়েদের এই অবস্থা? আমি সব ছেলে মেয়ের কথা বলছি না কিন্তু একটু চোখ খুলে দেখুন কি চলছে আপনার আশে পাশে? আমার নিজের চোখে দেখা বাস্তব জীবনের কিছু কথা জানায়।
উদাহরণ- ১
আমাদের এলাকায় ছোট্ট একটি মেয়ে তার বয়স সবেমাত্র ১৩ বছর হবে। এই বয়সে সে একাধিক রিলেশন করেছে। কল্পনা করতে পারছেন? মাত্র ১৩ বছর বয়সে মেয়েটি তার এইটুকু জীবনে ১২টার ও বেশি প্রেম করে ফেলেছে। 😅 আবার এটি সে গর্ব করে অনেককের কাছে বলে। তার কাছে এটি গর্বের বিষয়। সে এই গুলো করে নিজের কাছে নিজেকে একটু বড় মনে করে।
উদাহরণ- ২
এটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার বয়স এখন ২০ বছর। কিছুদিন ধরে লক্ষ করছিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায় প্রতিদিন দুইটা বাচ্চা মেয়ে আমাকে ফলো করে। বয়স সর্বোচ্চ ১২-১৩ বছর হবে। শুরুতে আমি তেমন ভাবে খেয়াল করি নি। কিন্তু দিন যতো যেতে লাগলো মেয়ে গুলো আমাকে ততোবেশি ফলো করা শুরু করলো। আমি যখনই ঐ রাস্তাই যেতাম তখনই দেখতাম ওরা দাড়িয়ে আছে। একদিন রাস্তার মধ্যে দাড়িয়ে মেয়ে দুইটার মধ্যে একজন আমাকে 'I LOVE YOU' বলে প্রপোজাল দিলো।
ভাবতে পারছেন? মাত্র ১২-১৩ বছর বয়ছের একটি মেয়ে একজন অনার্স পড়ুয়া ২০-২১ বছর বয়সের ছেলেকে প্রপোজাল দিচ্ছে?
দুইটি উদাহরণ দিলাম দুইটিই সত্য এবং বাস্তবিক। একবার ভাবুন উদাহরণ ১ এর মেয়েটি এতো গুলো রিলেশন করেছে এই অল্প বয়সে তার মধ্যে অনেক জন মেয়েটির বয়সের থেকে অনেক বড় ও ছিলো। এবং ছেলে গুলো এডাল্ট ও ছিলো। তাহলে ঐ ছেলে গুলোর মধ্যে কেউ যদি মেয়েটির কোনো ক্ষতি করতো? আশা করছি আমি কোন ক্ষতি বুঝিয়েছি বুঝতে পারবেন?
সবকিছু ছাড়ুন আমি যা উদাহরণ দিয়েছি এর থেকে আপনারা অনেক বেশি কিছু জানেন কি চলছে আমাদের এই সমাজে? প্রেম ভালোবাসার নামে এখানে ঐখানে নানান জায়গায় বিয়ের আগে অবৈধ মেলামেশা সহ নানান খারাপ কাজের সাথে ছেলে মেয়েরা যুক্ত হচ্ছে। কিন্তু কেনো? সমাজে খারাপ কাজ হচ্ছে সবাই জানি কিন্তু কেনো হচ্ছে? আসুন এইগুলোও একটু জেনে নেই।
আল্লাহ তাআলা বলেন:
"তোমাদের মধ্যে যারা বিবাহযোগ্য, তাদের বিবাহ সম্পাদন করো। আর তোমাদের দাস-দাসীদের মধ্যেও যারা সৎকর্মপরায়ণ, তাদেরও বিবাহ সম্পন্ন করো। যদি তারা দরিদ্র হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যশালী, সর্বজ্ঞ।"
— (সূরা আন-নূর: ৩২)
রাসূলুল্লাহ (সা.) বলেন:
"হে যুবকেরা! তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। কেননা, এটি দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করে। আর যে সামর্থ্য রাখে না, সে যেন রোজা রাখে, কারণ এটি যৌন প্রবৃত্তি দমন করে।"
— (সহিহ বুখারি: ৫০৬৬, সহিহ মুসলিম: ১৪০০)
তাহলে মহান আল্লাহ তাআলা নিজে বলেছেন বিয়ে করার জন্য। বিয়ের যোগ্য হয়েছেন বিয়ে করে ফেলুন। দরিদ্র থাকলে আল্লাহ নিজে দরিদ্রতা দূর করে দিবে। এরপরও যেই সমাজে বিয়েকে কঠিন করা হবে সেই সমাজে আল্লাহর গজব কি নাজিল হবে না? একবার ভেবে দেখুন তো আমরা কতোটা নিচে নেমে গেছি? রাস্তায় একটি মেয়ে গেলে ১০টি ছেলে তার দিকে খারাপ নজরে তাকিয়ে থাকে। কেনো? কেনো ভাই জবাব দিন আমাকে? এইগুলো কি ছেলে গুলোর দোষ নাকি তাদের অভিভাবকদের দোষ?
আমি পোস্টের শুরুতেই বলেছিলাম আজ থেকে ৫০ বছর আগেও আমাদের দেশ, সমাজ, সমাজের ছেলে মেয়ে এরকম ছিলো না। এরকম হওয়ার কারণ সঠিক সময়ে তাদের বিয়ে না দেওয়া। বিয়ে কে কঠিন করে দেওয়া। ৫০ বছর আগে আমাদের দেশে অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। মনের মধ্যে প্রেম ভালোবাসা কি তার উপর একটি ফিলিং তৈরী হওয়ার আগেই তাদেরকে বিয়ে করিয়ে দেওয়া হতো যার কারণে সমাজে ছিলো না নষ্টামি। একটু খেয়াল করে দেখুন আমাদের বাবা মায়েরা কিংবা দাদা-দাদি, নানা-নানি যারা আছেন তারা বেশিরভাগ মানুষই তাদের সময়ে অল্প বয়সে বিয়ে করে নিয়েছিলো। যার কারণে তাদের ভালোবাসা আজও যুগ যুগ দরে রয়ে গেছে।
কতোটা মিষ্টি মধুর সম্পর্ক দেখুন যেখানে দুজন দুজনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বর্তমান সময়ে কি হচ্ছে? দেরিতে বিয়ে হচ্ছে মেয়েরে বাবা মায়েরা তাদের মেয়েকে প্রতিষ্ঠিত ছেলের কাছে বিয়ে দিচ্ছে। কয়েকবছর যাওয়ার পর সম্পর্কে ঝামেলা বিবাহ বিচ্ছেদ যেনো আমাদের সমাজের প্রতিদিনের চিত্র।
আসলে আমাদের বাবা মায়েরা মুসলিম তারা ইসলামের সকল নিয়মনীতি মেনে চলেন কিন্তু মানতে চান না একটি বিষয় সেটি হচ্ছে সন্তানকে অল্প বয়সে বিয়ে দেওয়া। এই সমাজ ঠিক করতে হলে ছেলে মেয়েদেরকে উপযুক্ত সময়ে বিয়ে দিতে হবে। ইসলামের সঠিক জ্ঞান ছেলে মেয়েদের মধ্যে বন্টন করতে হবে। বিয়ের আগে প্রেম ভালোবাসা অবৈধ মেলামেশার উপরে কঠোর হতে হবে। তাহলেই আশা করছি এই সমাজের চিত্র পরিবর্তন করা সম্ভব।
Views: 20
Recent Comments
mehedi
Posted on January 31, 2025, 3:21 am
😅😅😅
Md Jaber Ali
Posted on February 5, 2025, 4:04 am
Nice Post
Saiful13405
Posted on February 5, 2025, 8:37 pm
দুঃখজনকভাবে বেড়ে উঠছে আমাদের বর্তমান প্রজন্ম।